তৈমূর আলমের বাড়িতে হচ্ছেনা এবার পহেলা বৈশাখের প্রীতিভোজ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের বাড়িতে এবার পহেলা বৈশাখী পালন করা হচ্ছেনা। ৯ এপ্রিল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে রূপসী খন্দকার বাড়ির পক্ষ থেকে খন্দকার তুহিন পারভেজ আলাল এর সত্যতা জানান।

তিনি জানান, রূপসী খন্দকার বাড়ীর পক্ষ থেকে অতি দু:খের সহিত জানানো যাচ্ছে যে, আবহমান বাংলার ঐতিহ্যবাহী নববর্ষ উপলক্ষে ১লা বৈশাখে খন্দকার বাড়ীতে প্রতি বৎসর ব্যাপক প্রীতিভোজের আয়োজন হয়ে আসছে। কিন্তু যে কৃষি জমিতে দীর্ঘদিন যাবৎ প্রীতিভোজের প্যান্ডেল স্থাপন করা হতো সেই জায়গাটি জলাবদ্ধতার কারণে বর্তমানে পানির নিচে থাকায় এ বৎসর বৈশাখী ও দোয়া অনুষ্ঠান করা সম্ভব হচ্ছেনা বিধায় আমরা দু:খিত ও ক্ষমা প্রার্থী।

তিনি আরও জানান, রূপসী গ্রাম তথা অনুষ্ঠান স্থলকে জলাবদ্ধতা মুক্ত করার জন্য স্থানীয় পৌর কর্তৃপক্ষের নিকট আবেদন করেও কোন প্রতিকার পাওয়া যায় নাই। ফলে অনুষ্ঠানের প্রধান আয়োজক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার এ বৎসর দেশের বধির সমাজের সাথে ঢাকা বধির হাই স্কুলের মাঠে বৈশাখী অনুষ্ঠান করার পদক্ষেপ নিয়েছেন। তৈমুর আলম খন্দকার বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সভাপতি।