কয়েক হাজার নেতাকর্মীর শোডাউন, নৌকার প্রার্থী সোহাগ রনির মনোনয়নপত্র দাখিল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৭ মে মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকে মনোনিত চেয়ারম্যান প্রার্থী হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনি তার মনোনয়নপত্রটি দাখিল করেছেন।

১৭ মে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ-উর রহমানের কার্যালয়ে তারা মনোনয়ন পত্র জমা দেন চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সোহাগ রনি। মোগরাপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে নৌকার শ্লোগানে শ্লোগানে উপজেলা পরিষদ প্রাঙ্গন মুখরিত করে তুলেন।

এ সময় সঙ্গে ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক এএইচ এম মাসুদ দুলাল, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা: আবু জাফর চৌধুরী বিরু, আওয়ামী লীগ নেতা আলী হায়দার, দীপক কুমার বনিক, ছগির আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ ও সাধারণ সম্পাদক রাসেল মাহামুদ সহ দলীয় নেতাকর্মীরা।

অন্যদিকে জানাগেছে, এদিন নৌকার প্রার্থী সোহাগ রনি ছাড়াও চেয়ারম্যান পদে আরো ৫ জন, সাধারণ সদস্য পদে ৪১ জন ও সংরক্ষিত সদস্য পদে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, করিম আহাম্মেদ, সুরুজ মিয়া, রক্সি মিয়া নামে ৫জন দাখিল করেন।

আগামী ১৫ জুন ইভিএমের মাধ্যমে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র জমার শেষ দিনে চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

প্রসঙ্গত: সীমানা নিয়ে মামলার জটিলতার কারনে মোগরাপাড়া ইউনিয়নের নির্বাচন দীর্ঘ দিন ধরে স্থগিত ছিল।