নানা কর্মসূচিতে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

যথাযোগ্য মর্যাদায় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৬ মে শুক্রবার সকল ৯টায় রাজধানীর কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়৷ পরে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি খন্দকার মনিরুজ্জামান টিটুর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেনের পরিচালনায় আলোচনা সভা, কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সভাপতি মোঃ গোলাম মোস্তফা, আবু সাঈদ স্বপন, সৈয়দ মনিরুজ্জামান, আমিনুল হক সাইদুল, জায়েদুল ইসলাম জাহিদ, লোকমান ভুইয়া রাজু,আজিজুল হুদা চৌধুরী সুমন,

মোঃ নুরুজ্জামান, কনক আহমেদ, হাফেজ শেখ মাহমুদুল আনোয়ার, মনজুর মোর্শেদ ভূইয়া, এস এম ইকবাল আহমেদ, তরিকুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক ফয়সাল আহমেদ ভূইয়া, সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাপ্পু, মোস্তাফিজুর রহমান পলাশ, এম. আজগর আলী, মাহবুবুর রহমান খান আলতাফ হোসেন খলিফা, বিএম নুরুজ্জামান, খলিলুর রহমান বাবু, মনির হোসেন, মোঃ বিল্লাল হোসেন সহ কেন্দ্রীয়, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের নেতৃবৃন্দ।