এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হলেন বিচারপতি ওবায়দুল হাসান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষায় এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

২২ ফেব্রুয়ারি মঙ্গলবার বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি আরও জানিয়েছেন, এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যানের সঙ্গে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা মিটিং করবো। পরে আমরা নতুন করে আইনজীবী তালিকাভুক্তকরণ (এনরোলমেন্ট) পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবো।

এর আগে শিক্ষার্থীদের দাবির মুখে প্রায় ৩ বছর পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে আইনজীবী অন্তর্ভুক্তির নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই বছরের ১৯ ডিসেম্বর ও ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এরপর সেখান থেকে উত্তীর্ণ এবং বিগত দুই পরীক্ষায় মৌখিক পরীক্ষায় আটকে পড়া শিক্ষানবীশ আইনজীবীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের বিষয়ে ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর ফলাফল ঘোষণা করে বাংলাদেশ বার কাউন্সিল। ওই পরীক্ষায় ৬ হাজারের অধিক আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তি পান।