শামীম ওসমানের ঘাঁটিতে এমপি বাবুকে নিয়ে বিরুর হানা!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আওয়ামীলীগের রাজনীতির একচ্ছত্র নিয়ন্ত্রক এমপি একেএম শামীম ওসমান। সেখানে বেশকবার প্রভাববিস্তারের লক্ষ্যে চেষ্টা করেছিলেন আড়াইহাজারের এমপি নজরুল ইসলাম বাবু। সোনারগাঁয়ে হাসনাত পরিবারের উপর ভর করেও সোনারগাঁয়ে এমপি বাবু তার ঘাঁটি গড়তে পারেনি। এবার উত্তরাঞ্চলে প্রবেশ করেছেন এমপি বাবু। জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর চৌধুরী বিরুর মাধ্যমে সোনারগাঁয়ে প্রবেশ করেছেন বাবু। যে কারনে স্থানীয়রা বলছেন- এমপি শামীম ওসমানের ঘাঁটিতে এমপি বাবুকে নিয়ে হানা দিয়েছে বিরু।

ঘটনা সূত্রে জানাগেছে, উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২৮ নভেম্বর। এখানে আওয়ামীলীগের নৌকা প্রতীক পেয়েছেন হুমায়ুন কবির ভুঁইয়া যিনি গত নির্বাচনে মেম্বার পদেও পাশ করতে পারেনি। এখানে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে শক্তিশালী প্রার্থী রয়েছেন আশরাফুল মাকসুদ ভুঁইয়া। যে কারনে লাঙ্গলের প্রার্থীর ড্যামী প্রার্থী হিসেবে ধরা হচ্ছে হুমায়ুন কবিরকে। অথচ সেই হুমায়ুন কবিরকে নিয়ে পুরোদমে নির্বাচনী মাঠে আবু জাফর বিরু। গত ১০ নভেম্বর পাশ্র্ববতী আড়াইহাজারের এমপি নজরুল ইসলাম বাবুকে নিয়ে নির্বাচনী প্রচারণা চালান বিরু।

এর আগে লাঙ্গল প্রতীকের প্রার্থীর বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করেছিলো নৌকার প্রার্থী ও তার লোকজন। ওই সময় অভিযোগ ওঠেছিল নৌকার প্রার্থী হুমায়ুন কবির বহিরাগত ও আড়াইহাজার থেকে লোকজন এনে হামলা চালিয়েছে। তবে এমপি বাবুকে নিয়ে প্রচারণার পর অভিযোগের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। আশংকা করছেন- নির্বাচনের দিন ভোট কেন্দ্রে আড়াইহাজারের বহিরাগত লোকজনকে দেখা যেতে পারে।