আনন্দধামের পরিচিতি সভা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

২৫ অক্টোবর সোমবার আনন্দধাম কেন্দ্রীয় নির্বাহী কমিটি ২০২১-২২ এর পরিচিতি সভা স্থানীয় সরকারি গ্রন্থাগার মিলনায়তনের অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন আনন্দধামের প্রধান পৃষ্ঠপোষক সাবেক সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল এম হারুন অর রশিদ বীর প্রতিক।

এই পর্বে আনন্দধামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিচিতি অনুষ্ঠিত হয়। জেনারেল হারুন হাসিনা রহমান সিমুকে আগামী ২০২১-২২ এর আনন্দধামের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করে তাকে শপথ বাক্য পাঠ করিয়ে তাকে সভার বাকী অংশের সভাপতিত্ব করার দায়িত্ব অর্পণ করেন। অতঃপর হাসিনা রহমান সিমু নেতৃত্বে আনন্দধামের কার্যনিবার্হী পরিষদের সমস্ত সদস্যরা শপথ গ্রহণ করেন।

জেনারেল হারুন আনন্দধামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিচিতি সভায় সবার উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতার প্রকৃত সুফল প্রতি নাগরিকের ঘরে ঘরে পৌছে দিতে হবে। জনগণের সহযোগিতা ছাড়া এটা একটা সরকারের পক্ষে একা সম্ভব হয়না। তাই জনগণকে এগিয়ে আসতে হবে। পরস্পরকে পরস্পরের সহযোগীতা করতে হবে। আর আনন্দধাম সেই প্রচেষ্টারই একটি অংশ।

তিনি আরও বলেন, আমি মনে নাগরিকদের পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতাই নিরাপদ রাস্ট্র বিনির্মানে মুল নিয়ামক। আনন্দধামকে এই কাজে উৎসাহ দেওয়ার জন্যেই আমার এই পৃষ্ঠপোষকতা।

আনন্দধামের অতিরিক্ত চেয়ারম্যান মোঃ শাহ আলম ও সাংগঠনিক পরিচালক অ্যাডভোকেট শেখ জসীম উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিতা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দধামের উপদেষ্টা রোখসানা রশীদ বনি। আন্তর্জাতিক প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতিসংঘের যুব বিষয়ক দুত ইব্রাহীম আদহাম খান ও আনন্দধামের মধ্যপ্রাচ্যের প্রধান সমন্বয়কারী জনাব নুরুল হক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আনন্দধামের মহাসচিব আলহাজ্ব আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম বাবু, ভাইস চেয়ারম্যান মতিউর রহমান মুক্তি, ডাঃ মোন্তাসির আহমেদ, বাবু শ্যামল দত্ত প্রমুখ।

এ সময় আনন্দধামের পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন এনামুল হক প্রিন্স, মাকসুদুর রহমান হিটু, আবদুর রহমান বাচ্চু, এডভোকেট ইসমাইল হোসেন, খোকন গাজী, আহাদ খন্দকার বাইবেল, প্রান বল্লভ দাস, নারায়ণ চন্দ্র দাস, মোঃ বাহাউদ্দীন শাহ, রনজিত পোদ্দার প্রমুখ।

আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমু তার বক্তব্যে বলেন, আজ আমার উপর পুনরায় আগামী এক বসরের জন্যে যে দায়িত্ব অর্পণ করা হলো তা আমি যথাযথ ভাবে পালন করতে চেস্টা করবো।

অনুষ্ঠানের শেষ পর্বে আনন্দধামের সাংস্কৃতিক ফোরাম উদ্যোগে ডাঃ অমল কৃষ্ণ অমর এর পরিচালনায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সভার শুরুতে সবাই দুপুরের খাবারে আপ্যায়িত করা হয়।