আড়াইহাজারে ইউপি নির্বাচনে নির্বাচনী মাঠ নৌকা প্রত্যাশি তরুণ প্রার্থীদের দখলে!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার ৭টি থানা এলাকার মধ্যে ৫টিতেই চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঢামাঢোল। যার মধ্যে সিদ্ধিরগঞ্জ থানায় কোনো ইউনিয়ন পরিষদ নেই। জেলার ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ ১১ নভেম্বর। সোনারগাঁও উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বাকি রয়েছে জেলার আড়াইহাজার উপজেলার ইউনিয়ন পরিষদগুলোর ভোট গ্রহণ। আগামী মাসের নাগাদ তফসিল ঘোষণা করা হতে পারে। তবে এর আগেই প্রতিটি এলাকায় আওয়ামীলীগের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশা নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ নেতারা। যেখানে বর্তমান চেয়ারম্যানরা এখনও নির্বাচনী প্রচার প্রচারণায় নেই। তাদের ঢিমেতালে অবস্থার সুযোগে তরুণ প্রজন্মের নতুন প্রার্থীরা নির্বাচনী মাঠ দখলে নিচ্ছেন। অনেক মনোনয়ন প্রত্যাশিরা নির্বাচনী মাঠে না নামলেও এলাকাবাসীর মুখে মুখে আলোচনায় রযেছেন।

স্থানীয়দের সূত্রে জানাগেছে, উপজেলার উচিৎপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশা নিয়ে নির্বাচনী মাঠ গরম করছেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন। তিনি একই সঙ্গে উপজেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি ও বাড়ৈপাড়া সরকারি প্র্রাথমিক বিদ্যায়ল পরিচালনা কমিটির সভাপতি। প্রচার প্রচারণায় চালাচ্ছেন বেশ জোরালোভাবে। আলোচনাতেও রয়েছেন তিনি।

এই ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের প্রত্যাশা নিয়ে নির্বাচনী আলোচনায় রয়েছেন উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহবুবুর রহমান বাবুল, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ ইসমাঈল, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সেলিম আল এমরান।

খাগকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশী চেয়ারম্যান প্র্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ মাহবুব আলম, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভুঁইয়া ও মোক্তার হোসেন ভুঁইয়া।

হাইজাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রত্যাশা নিয়ে কয়েক বছর ধরেই পুরোদমে নির্বাচনী মাঠে রয়েছেন উপজেলা আওয়ামীলীগের সদস্য জুনায়েদ ভুঁইয়া প্রিন্স। তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে এই ইউনিয়নে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। নৌকা প্রতীক প্রত্যাশি হিসেবে আলোচনায় রয়েছেন হাইজাদী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রাশেদ।

কালাপাড়ারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশি চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাইজুল হক ডালিম। তিনিই রয়েছেন বেশ আলোচনায় জোরালো। তবে এখান থেকে নৌকা প্রতীক প্রত্যাশিদের মধ্যে আরও আলোচনায় রযেছেন ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাত্তার সরকার ও যুবলীগ নেতা এমদাদুল হক ভুঁইয়া।

সাতগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশি হিসেবে আলোচনায় রয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মুকুল, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জোবায়ের হাসান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, যুুবলীগ নেতা বিপ্লব প্রধান।