বন্দরের ৩টি ইউনিয়নে নিশ্চিত লাঙ্গলের জয়, নৌকার ড্যামী প্রার্থী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচেনের ভোট গ্রহণ আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। যেভাকে ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্র্রতীকের ৫জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ১৭ অক্টোবর। ৫টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়নে থাকছে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী। যেভাবে তুলনামুলকভাবে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থীদের চেয়ে দূর্বল নৌকার ৩ জন চেয়ারম্যান প্রার্থী।

জানাগেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন বন্দর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দীন প্রধান। এখানে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান। কয়েক মাস পূর্বে এখানে একটি মতবিনিময় সভায় দেলোয়ার হোসেন প্রধানকে আবারো চেয়ারম্যান পদে সমর্থন ঘোষণা করেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি একেএম সেলিম ওসমান। ওই মতবিনিময় সভায় মঞ্চেই উপস্থিত ছিলেন কাজিম উদ্দীন প্রধান। নতুন করে নাটকীয়তা হয়েছে যখন বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এমএ রশিদ মিয়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেন প্রধানের মনোনয়নপত্র দাখিল করেন। এতে বুঝা যায় দেলোয়ার হোসেনেরই জয়ের সম্ভাবনা বেশি।

বন্দর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচনে রয়েছেন বর্তমান চেয়ারম্যান এহসান উদ্দীন আহাম্মেদ। এই ইউনিয়নে আওয়ামীলীগের শক্তিশালী কোনো মনোনয়ন প্রত্যাশিই ছিলেন না। নড়বড়ে প্রার্থীদের মধ্যে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোক্তার হোসেনকে নৌকা প্রতীকে মনোনিত করা হয়। বন্দর ইউনিয়নের সাধারণ ভোটাররা মোক্তার হোসেনকে চেয়ারম্যান এহসান উদ্দীনের ড্যামী প্রার্থী হিসেবে মনে করছেন।

একইভাবে মুছাপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মাকসুদ হোসেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করছেন। এখানে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমানকে মনোনিত করা হয়েছে। এখানেও নৌকা প্রতীকের প্রার্থী মজিবুর রহমানকে চেয়ারম্যান মাকসুদ হোসেনের ড্যামী প্রার্থী মনে করছেন ইউনিয়নের মানুষজন।