বন্দরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে এসপি, ঝুড়ি ভর্তি ফল উপহার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বন্দরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। এসময়ে হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীদের সাথে শারদীয় দুর্গোৎসবের কৌশল বিনিময় করেন এবং ঝুড়ি ভর্তি ফল উপহার দেন।

১২ অক্টোবর মঙ্গলবার বিকেলে বন্দরের সাবদী দিঘলদী শ্রীশ্রী রক্ষাকালী ও লোকনাথ ব্রহ্মচারী মন্দির পূজা মন্ডপ, লাঙ্গলবন্দ স্নান ঘাট পূজা মন্ডপসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন।

এসময়ে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা, পরিদর্শক (তদন্ত) মো. মোহসিন, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহাসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।