নগরীর আমলাপাড়ায় গভীর নলকূপ ও মরদেহের গোসলখানা নির্মাণকাজের উদ্বোধন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

২৫ সেপ্টেম্বর শনিবার নারায়ণগঞ্জ মহানগরীর ১৩নং ওয়ার্ডের কেবি সাহা বাই লেনের নারায়ণগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সিটি কর্পোরেশনের নিজস্ব জমিতে নাসিকের উদ্যোগে প্রায় ৮ লক্ষ টাকা ব্যায়ে একটি গভীর নলকূপ স্থাপন ও মৃতদেহের গোসল খানা নির্মাণ কাজের উদ্বোধন করেছেন ১৩নং ওয়ার্ড কাউন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। কাউন্সিলরের সচিব আলী সাবাব টিপু স্বাক্ষারিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এসময় উপস্থিত ছিলেন কেবি সাহা বাই লেন পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক হানিফ সর্দার, ইন্নি সর্দার, মোঃ খোকন, মোঃ নিজামউদ্দিন সহ এলাকার দুই শতাধিক নারী পুরুষ।

গভীর নলকূপের পাশাপাশি এখানে ২ হাজার লিটার ধারণ ক্ষমতার ওভারহেড ট্যাংকি থাকে। এলাকাবাসী সার্বক্ষণিক এখান থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারবে। এলাকার জনগণের চাহিদা অনুযায়ী এখানে মৃতদেহের গোসলখানাও নির্মিত হবে। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় মৃতদেহ গোসল করানোর মত জায়গায় সংকট দেখা দেয়ায় এলাকাবাসীর দাবীর পরিপেক্ষিতে গোসলখানাটি নির্মান করছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।

উদ্বোধনকালে কাউন্সিলার খোরশেদ বলেন, গভীর নলকূপ ও মৃতদেহের গোসলখানাটি স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে পরিচালনা করা হবে।