কাশিপুর ইউপিতে মেম্বার পদে আবারো শামীমকে মধ্যনরসিংপুরবাসীর সমর্থন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের মেম্বার পদে ফের নির্বাচিত করতে একজোটে সমর্থন করেছে মধ্যনরসিংপুরবাসী। তারা সবাই যোগ্য ও দক্ষ শামীম আহম্মেদকে পূণরায় মেম্বার হিসাবে পেতে চায়।

২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধায় কাশিপুর মধ্যনরসিংপুর প্রাইমারী স্কুল মাঠে সর্বস্তরের জনগণের ব্যানারে উঠান বৈঠকে বক্তারা এসব কথা ব্যক্ত করেন।

বক্তারা বলেন, শামীম আহম্মেদ টানা দুইবার মেম্বার পদে থেকে মানুষের সুখ দুঃখে পাশে থেকে সেবা করে ছিলেন। আমরা শামীমকে যখন তখন ডেকে পাশে পেয়েছি। একজন মেম্বারের কাছ থেকে জনগণ যতটুকু সেবা পাওয়া দরকার তার চেয়ে বেশি সেবা দিয়েছে সে। শামীম কোন বিচার শালিস করতে চেহারা দেখে বিচার না করে সঠিক বিচারটাই করতেন তিনি। আর করোনার সময় শামীম চেয়ারম্যান এর নির্দেশে মানুষের ঘরে ঘরে গিয়ে সাহায্য সহযোগিতা করেছেন। আমরা মেম্বার হিসাবে শামীমকে যোগ্য বলে মনে করছি। সব সময় যাকে পাই তাকেই আমরা মেম্বার হিসাবে দেখতে চাই।

বক্তারা আরও বলেন, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে যেমন সাইফউল্লাহ বাদল সাহেবকে প্রয়োজন তেমনি ৩নং ওয়ার্ডের মেম্বার হিসাবে শামীমকে প্রয়োজন। তাই শামীমকে সবাই একজোট হয়ে তাকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করে প্রমাণ করে দিতে চাই কাশিপুর ইউনিয়ন পরিষদের মেম্বার হিসাবে শামীম আহম্মেদই যোগ্য ব্যক্তি।

উঠান বৈঠকে কাশিপুর ইউনিয়নের মধ্যনরসিংপুর এলাকার সমাজ সেবক আব্দুল বারেক মাদবরের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাশিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আইয়ুব আলী, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ সাত্তার, স্থানীয় সমাজ সেবক জসিম উদ্দিন মাদবর, মো: কাজল, আব্দুস সাত্তার বেপারী, দক্ষিন নরসিংপুরের সিরাজুল ইসলাম মাদবর, আওলাদ হোসেন মাদবর, মধ্যনরসিপুর সিরাজুল ইসলাম মাদবর, আবু সুফিয়ান চৌধুরী, চরকাশিপুরের সিরাজুল ইসলাম মাদবর, কাশিপুর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান শামীম আহম্মেদ, কাশিপুর ইউনিয়ন পরিষদ সদস্য এমদাদুল হক খোকা, স্থানীয় সমাজ সেবক নুর আলম প্রমুখ।

উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শ্যামল, স্থানীয় আওয়ামীলীগ নেতা খবির উদ্দিন খোকন, মনির হোসেন, সেলিম আহম্মেদ, জুয়েল, মশিউর রহমান দুলাল, নজরুল, যুবলীগ নেতা সাইদুর রহহমান, শরীফ হোসেন, আমজাদ, খলিল সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।