বন্দরে গৃহবধূকে এসিড নিক্ষেপ, স্বামী ও তার প্রেমিকার বিরুদ্ধে মামলা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দরে পলি রানী বর্মন নামে এক গৃহবঁধুকে এসিড নিক্ষেপের অভিযোগ ওঠেছে স্বামী ও তার কথিত প্রেমিকার বিরুদ্ধে। এ ঘটনায় ২১ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে বন্দর থানায় ভুক্তভোগী বাদী হয়ে দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

অভিযুক্তরা হলো- বন্দর থানাধীন একরামপুর ইস্পাহানী এলাকার যাদব চন্দ্র বর্মনের ছেলে রাজন চন্দ্র বর্মন ও একই এলাকার সুনীল বর্মনের মেয়ে শীলা রানী বর্মন।

মামলা সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর পূর্বে বাদী পলি রানী বর্মনের সাথে রাজন চন্দ্র বর্মনের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও একটি মেয়ে রয়েছে। কিছুদিন আগে শীলা রানী বর্মন নামে এক মেয়ের সাথে পরকীয়ায় জড়ায় রাজন। এরপর থেকেই বাদীকে হত্যার হুমকি দিতো সে।

গত ১৯ সেপ্টেম্বর রাতে রাজন ঘরের চালে উঠে পলির গাঁয়ে এসিড ঢেলে দেয়। এতে পলির শরীর পুড়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে বাদী সুস্থ হয়ে বন্দর থানায় এসে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক আসমা আক্তার বলেন, ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।