সোনারগাঁয়ে নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে জাতীয়পাটির শোডাউন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়াকে সমর্থন জানিয়ে শোডাউন করেছে সোনারগাঁয়ের জাতীয়পার্টির হাজার হাজার নেতাকর্মী।

১৩ সেপ্টেম্বর বিকেলে আওয়ামীলীগের কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে নিজের মনোনয়নপত্র দাখিল করেছেন সামসুল ইসলাম ভুঁইয়া। ওইসময় উপজেলা পরিষদ প্রাঙ্গনে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে জাতীয়পার্টি শোডাউন করে সমর্থনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানি দেন। কেন্দ্রীয় জাতীয়পার্টির নেতা মোহাম্মদ মাসুম, স্বেচ্ছাসেবক পার্টির নেতা জাবেদ রায়হান জয় ও কাজী নাজমুল ইসলাম লিটু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিকেলে সোনারগাঁ উপজেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং অফিসার মতিউর রহমানের কাছে অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া আওয়ামীলীগের প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র জমা দেন।

সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। মনোনয়নপত্র জমা দেয়ার আগে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, এ পর্যন্ত মোট ৪জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করলেও মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে শুধুমাত্র নৌকার প্রার্থী ছাড়া অন্য কোন প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।

এদিকে মনোনয়নপত্র জমা দেয়াকে কেন্দ্র করে সোনারগাঁ উপজেলা চত্বরে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।

মনোনয়ন জমা দেয়ার সময় অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ- ৪ আসনের এমপি শামীম ওসমান, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, জেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁ আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা.আবু জাফর চৌধুরী বিরু, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক দীপক কুমার বণিক, উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এ.এইচ.এম মাসুদ দুলাল, জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন, সোনারগাঁ আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট ইকবাল হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার, জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি প্রমূখ।