আমাকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না: সামসুল ইসলাম ভুঁইয়া

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা প্রতীকে মনোনয়পত্র জমা দিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া সোনারগাঁবাসীর উদ্দেশ্যে বলেছেন, আমার প্রাণপ্রিয় নেতাকর্মীরা আমি কোন নেতা নই, আমি একজন কর্মী। আমি কর্মী হয়েই আপনাদের সেবা করতে চাই। আগেও আমি আপনাদের পাশে ছিলাম আগামীতে আরো বেশী সময় পাশে থাকবো।

তিনি বলেন, আজ আপনারা আমাকে যে ভালবাসা দেখিয়েছেন এর চেয়ে বড় আর কিছুই নাই।

এক পর্যায়ে আবেগতাড়িত হয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, আজ মনোনয়নপত্র জমা দেয়ার সময় সোনারগাঁয়ের সকল নেতাকর্মী আমার পাশে ছিল আমি এজন্য সবার প্রতি কৃতজ্ঞ।

তিনি বলেন, আমাকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। আমি টাকায় বিক্রি হওয়ার মানুষ নই। সারা জীবন সৎ থাকার চেষ্টা করেছি, বাকি জীবনও সৎ থাকতে চাই।

তিনি উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলেন, সবাই তিনটা জিনিস সব সময় মনে রাখবেন আপনি কোথা থেকে এসেছেন? কি করছেন এবং কোথায় যাবেন? এ তিনটি বিষয় মাথায় রেখে চললে কখনো অপরাধ করতে পারবেন না।

পরে অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার ছেলে তার বক্তব্যে বলেন, ছোট বেলায় দেখতাম ঈদের সময় ছোট বাচ্চারা তাদের বাবার হাত ধরে ঈদের নামাজ পরতে যায় কিন্তু আমি আমার বাবার হাত ধরে কখনো যেতে পারি নাই। কারণ আমার বাবা পরিবারকে সময় না দিয়ে সময় দিয়েছে সোনারগাঁয়ের মানুষকে। এখন উপজেলা চেয়ারম্যান হয়ে সোনারগাঁয়ের মানুষের সেবায় কাজ করবেন।

সোনারগাঁ উপজেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং অফিসার মতিউর রহমানের কাছে অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া আওয়ামীলীগের প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র জমা দেন।

সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। মনোনয়নপত্র জমা দেয়ার আগে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, এ পর্যন্ত মোট ৪জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করলেও মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে শুধুমাত্র নৌকার প্রার্থী ছাড়া অন্য কোন প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।

এদিকে মনোনয়নপত্র জমা দেয়াকে কেন্দ্র করে সোনারগাঁ উপজেলা চত্বরে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।

মনোনয়ন জমা দেয়ার সময় অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়ার সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ- ৪ আসনের এমপি শামীম ওসমান, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, জেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁ আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা.আবু জাফর চৌধুরী বিরু, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক দীপক কুমার বণিক, উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এ.এইচ.এম মাসুদ দুলাল, জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন, সোনারগাঁ আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট ইকবাল হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার, জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি প্রমূখ।