ফতুল্লার কাশিপুর ইউনিয়ন পরিষদে বাদলকে আবারো চেয়ারম্যান দাবি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের উন্নয়নের সার্থে পূনরায় চেয়ারম্যান হিসাবে আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদলকে নির্বাচিত করার লক্ষে কাশিপুর ইউনিয়ন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগন জোড়ালো সমর্থন দিয়েছেন।

তারা দলমত নির্বিশেষে সাইফউল্লাহ বাদলকে আবারো চেয়ারম্যান হিসাবে দেখতে চায়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাইফউল্লাহ বাদলের জন্য কাজ করে আবারো চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করতে একমতপোষন করেন তারা।

১২ সেপ্টেম্বর রবিবার দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কাশিপুর ইউনিয়ন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগন এর ব্যানারে মতবিনিময় সভায় বক্তারা তাদের এ ধরনের অভিমত ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় কাশিপুর কেন্দ্রীয় ঈদগাহ কবরস্থানের মাহফজ কমিটির সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে উত্তর গোয়ালবন্দ বাইতুল মামুর জামে মসজিদের সাধারণ সম্পাদক হুমায়ন কবির রতনের উপস্থাপনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী, পশ্চিম দেওভোগ নুর মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি শাহিনুর আলম, বৃহত্তর দেওভোগ পঞ্চায়েত কমিটির সভাপতি হেদায়েত উল্লাহ খোকন, পূর্ব আমবাগান পঞ্চায়েত কমিটির সভাপতি খলিলুর রহমান, ভোলাইল কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি হারুন অর রশিদ, বড় আমবাগান পঞ্চায়েত কমিটির সভাপতি রেজাউল করিম আঙ্কেল, পশ্চিম দেওভোগ পঞ্চায়েত কমিটির সভাপতি (৭ নং ওয়ার্ডে) আহম্মদ আলী, স্থানীয় সমাজ সেবক মুসলিম ফকির, স্থানীয় সমাজ সেবক তাসলিম হোসেন, আব্দুর রশিদ, গিয়াস উদ্দিন, রবিউল ইসলাম জাপান, নারায়ণগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের যুগ্ম সম্পাদক আইয়ুব আলী, পূর্ব আমবাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সস্পাদক এমএ সাত্তার, ফতুল্লা থানা আওয়ামীলীগ নেতা দুলাল হোসেন, বিশ্বাস লুৎফর রহমান, রূপচান শিকদার, সৈয়দ মাহবুবুর রহমান পারভেজ, শফিউল আলম রেজা প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, এম সাইফউল্লাহ বাদল রাজনৈতিক ভাবে ওনার একটা পরিচয় আছে। সে ব্যানারে সাইফউল্লাহ বাদল এমপিকে দিয়ে এলাকার উন্নয়নের জন্য কাজ করেছেন। আর তিনি কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার পর যেভাবে উন্নয়ন করেছে তা নজিরবিহীিন। সাইফউল্লাহ বাদলের দক্ষতায় এমপি শামীম ওসমানের মাধ্যমে গ্রামকে শহরে পরিনত করে তুলেছে। প্রতিটি পাড়া মহল্লায় আরসিসি রাস্তা করে মানুষের দীর্ঘদিনের দূভোগ লাঘব করেছে। যে রাস্তা দায়ে মানুষ পায়ে হেটে চলাচল করতে কষ্ট করতে হয়েছে একমাত্র সাইফউল্লাহ বাদল সেই রাস্তা গুলো পাকাকরণ করে গাড়ি চলাচলের উপযোগি করে তুলেছে। আমরা কাশিপুরবাসী সাইফউল্লাহ বাদলের দেনা কখনো শোধ করতে পারবো না। আমরা সাইফউল্লাহ বাদলকে আবারো চেয়ারম্যান হিসাবে পেতে চাই।

বক্তারা আরো বলেন, সাইফউল্লাহ বাদল ফের চেয়ারম্যান নির্বাচিত হলে কাশিপুর মডেল ইউনিয়ন হিসাবে রূপ নিবে। তাই সাইফউল্লাহ বাদল ছাড়া আমরা কাশিপুরবাসী অন্য কিছু ভাবতে পারি না।