শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণে এমপি খোকা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিোর ডটকম:

দীর্ঘ প্রায় ১৯ মাস পর শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে ১২ সেপ্টেম্বর রবিবার। বিদ্যালয় খোলার প্রথম দিনেই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে মাস্ক ও আধুনিক জীবাণুনাশক স্প্রে মেশিন বিতরণ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

রবিবার সকালে স্কুল খোলার পর সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেন। ছাত্র ছাত্রীদের মাঝে মাকস ও বিদ্যালয়ে হ্যান্ড স্যানিটাইজার, আধুনিক স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দৌলতুর রহমান, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, উপজেলা ইউআরসি হোসনে আরা বেগম, ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিআর বিলকিস, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, জাপা নেতা মোক্তার হোসেন, ইকবাল হোসেন প্রমূখ।