আড়াইহাজারে ভোক্তা অধিকার আইনে ৩ দোকানদারকে অর্থদণ্ড

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভোক্তা অধিকার আইনে ভেজাল খাবার বিক্রি ও অপরিষ্কার, অপরিছন্নতার পরিবেশের অভিযোগে ৩ দোকানদারকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

৮ সেপ্টেম্বর বুধবার বিকেলে আড়াইহাজার সদর বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাখী ছেপ এই জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাখী ছেপ জানান, ভোক্তা অধিকার আইনে অভিযান চালিয়ে সদর বাজারের ইমনের কনফেকশনারীর দোকানে ভেজাল খাবার রাখার দায়ে ২ হাজার টাকা, জহিরের বেকারীর নিম্নমানের খাবার বিক্রির অভিযোগে ২ হাজার টাকা, রুবেলের মালিকানাধীন ঢাকা কাবাবের অপরিষ্কার পরিবেশ থাকায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তাছাড়া ও মাস্ক না পড়ায় হোসেন নামের একজনকে ২’শ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।