সিদ্ধিরগঞ্জে র‌্যাবের অভিযানে চাঁদাবাজির দায়ে ৩জন গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির দায়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ অর্থ উদ্ধার করা হয়। ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানান র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান।

তিনি জানান, ১ সেপ্টেম্বর বুধবার রাতে র‌্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চান সুপার মার্কেট (মিনার মসজিদ সংলগ্ন) চিটাগাং রোড এলাকায় চাঁদাবাজ বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ গিয়াস উদ্দিন ও মোঃ ফয়েজ আহম্মেদ ও সালেহ আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের হেফাজত হতে চাঁদাবাজির নগদ ৫ হাজার ১৩০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চান সুপার মার্কেট (মিনার মসজিদ সংলগ্ন) চিটাগাং রোড এলাকায় দোকানদারদেরকে গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক দৈনিক প্রতি দোকান থেকে ২৫০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। চাঁদাবাজ দমনে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।