সোনারগাঁও সনমান্দি ইউনিয়নে ৫’শ স্যানেটারি ন্যাপকিন বিতরণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সনমান্দি ইউনিয়নে বাসমাহ ফাউন্ডেশনের উদ্যোগে ৫’শ স্যানেটারি ন্যাপকিন নারীদের মাঝে বিতরণ করা হয়েছে।

২৮ আগস্ট শনিবার বিকেলে সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর এলাকায় এসব ন্যাপকিন বিতরণ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্যানেটারি ন্যাপকিন বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্।

স্যানেটারি ন্যাপকিন বিতরণী বিশেষ গুরুত্বপূর্ণ বক্তব্য দেন সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি।

আরো উপস্থিত ছিলেন উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম খোকন, বাসমাহ ফাউন্ডেশনের মহাসচিব তুহিন মাহমুদ, সনমান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী, সনমান্দি ইউপি সদস্য নুরুল ইসলাম টিক্বা খাঁন, ইউপি সদস্য হারুন রশিদ মোল্লা, ইউপি সদস্য খাদিজা আক্তার, ইউপি সদস্য শাহিনা আক্তার, ইউপি সদস্য লুৎফা আক্তার, গিয়াসউদ্দিন, রিপন ভূঁইয়া প্রমূখ।

এ সময় বক্তরা স্বাস্থ্য সুরক্ষা ও বাল্য বিয়ে নিয়ে বিভিন্নভাবে সচেতনতামূলক পরামর্শ দেন।