নারায়ণগঞ্জে ইশা ছাত্র আন্দোলনের ‘বই বিতরণ ও বই পাঠ উৎসব’

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

২৯ আগস্ট রবিবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আইএবি নারায়ণগঞ্জ জেলা অডিটোরিয়ামে শাখা সভাপতি আব্দুল্লাহ মুহাম্মাদ হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ আনোয়ার হোসাইনের সঞ্চালনায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের গৌরবময় পথচলার ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ” বই বিতরণ ও বই পাঠ উৎসব ২১” পালিত হয়ে‌ছে।

এতে প্রধান অতিথির বক্ত‌ব্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন বলেন, শিক্ষার সকল সেক্টরগুলো দীর্ঘ দেড় বছর যাবত বন্ধ হয়ে আছে। উন্নত রাষ্ট্রগুলো তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু করে দিলেও বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন‌ও বন্ধ হয়ে আছে। যার ফলে শিক্ষার্থীদের মেধার বিকাশ সুষ্ঠুভাবে প্রতিফলিত হচ্ছে না। অনেক মেধাবী শিক্ষার্থীরা করোনায় আর্থিক সংকটে পড়ে চাকরির সাথে জড়িত হতে বাধ্য হয়েছে। রাষ্ট্রের সকল কার্যক্রম স্বাভাবিক হওয়া সত্ত্বেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নামক প্রহসনের সিদ্ধান্ত সচেতন নাগরিক মেনে নিবে না।

উক্ত ব‌ই বিতরণ ও ব‌ই পাঠ উৎসবে আরো উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মুহাম্মাদ আবদুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আশরাফ আলী, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ মাকসুদুল হাসান, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ আলী, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ সোহাগ আব্দুল্লাহ, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ ফরহাদ হোসেন, সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমূখ।