জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে সোনারগাঁয়ে র‌্যালী ও আলোচনা সভা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

‘কোনো জাল ফেলবো না, জাটকা ইলিশ ধরবো না’ শ্লোগানকে সামনে রেখে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে সোনারগাঁ উপজেলায় মৎস্য কার্যালয়ের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ শনিবার বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে র‌্যালী বের বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

আলোচনা সভায় উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা এনায়েত হোসেন চৌধুরী ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার।

সভায় বক্তারা বলেন, আজকের জাটকা আগামী দিনের ইলিশ। এ কারণে সরকারের নিষেধাজ্ঞা মেনে অভয়াশ্রম এলাকার মধ্যে জাটকাসহ সব প্রকার মাছ ধরা থেকে বিরত থাকার জন্য মৎস্যজীবীদের প্রতি আহ্বান জানান। পরে উপজেলার ৫শত জেলের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।