সোনারগাঁয়ে নৌকা ও ঘোড়া সমর্থকদের সংঘর্ষ, আহত ৫

সান নারায়ণঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগঁও উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী মোশারফ হোসেন ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ঘোড়া প্রতীকে মাহফুজুর রহমান কালামের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগে দুই প্রার্থীর সমর্থকেরা মনোনয়ন দাখিলের দিনেও সংঘর্ষে জড়িয়ে পড়লে বেশকজন আহত হন। পরে থানায় পাল্টাপাল্টি মামলাও দায়ের করে দুই গ্রুপ।

জানাগেছে, ১৫ মার্চ শুক্রবার সন্ধায় সোনারগাঁও উপজেলার তালতলা এলাকায় ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ের সামনে দুই গ্রুপের এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে দুই গ্রুপ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে, সোনারগাঁও উপজেলার তালতলা এলাকায় জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী মোশারফ হোসেনের পক্ষে একটি নির্বাচনী সভা চলছিল। ওই সময় স্বতন্ত্র প্রার্থী কালামের সমর্থক তাইজুল ইসলামের নেতৃত্বে রফিকুল ইসলাম, সামসুল, আলীজান, আজিজুল রনি, দেওয়ান কামাল, স্বপন, দুলাল, শাহ আলম, আব্দুন নূর, মোতালেব ও ওসমান সহ ২০/৩০ জনের একটি দল মোশারফ হোসেনের সভাস্থলের নেতাকর্মীদের উস্কানী দেয়। নৌকার প্রার্থীর সমর্থকদের নিয়ে শ্লোগান দিতে দিতে আওয়ামীলীগ কার্যালয়ের যায়। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা, লোহার রড, হকিস্টিক, ক্রিকেটের স্ট্যাম্প নিয়ে সংঘর্ঘে জড়িয়ে পড়েন। সংঘর্ষে মিজান, মহসিন, তাইজউদ্দিন, বাবু, জাকির, রমজান আহত হয়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার বিষয়ে সোনারগাঁ থানা পুুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, তালতলা এলাকায় আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।

এখানে উল্লেখ্য গত ৪ মার্চ সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে এসে আওয়ামীলীগ প্রার্থী মোশারফ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান কালামের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন এবং পাল্টা মামলা দায়ের করে।