মাদকের আস্তানা চানমারি বস্তি দখলমুক্ত করলো জেলা পুলিশ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন মাদকের আস্তানা হিসেবে পরিচিত চানমারি বস্তি উচ্ছেদ করেছে জেলা পুলিশ। দীর্ঘদিন পর কয়েকশ কোটি টাকার এই সরকারি জায়গা দখলমুক্ত করা হলো।

২৯ জুলাই বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের চাঁদমারি বস্তি উচ্ছেদ কার্যক্রম শেষ করে সাংবাদিকের ব্রিফ করেন জেলা পুলিশ।

জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম বলেন, নারায়ণগঞ্জে কোন মাদকের স্পট, মাদকের আস্তানা কিংবা মাদক বিক্রেতার স্থান হবেনা। কেউ মাদক নিয়ে কোন ধরণের চিন্তা করে থাকলে এখনি সচেতন হোন।

এসপি আরও বলেন, এই চাঁনমারি বস্তি ছিলো মাদকের স্পট। এখানে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলতো। মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, সাজা দেয়া, বন্দুকযুদ্ধের মতো ঘটনাও এখানে ঘটে।

তিনি জানায়, মাদক বিক্রেতারা এই এলাকাটিকে বেছে নিয়েছিল মাদকের হাট হিসেবে। প্রায় ২শ শতাংশ জমি এখানে ছিল অবৈধ স্থাপনা। আমরা এটিকে উচ্ছেদ করেছি এবং সড়ক ও জনপদকে বলেছি তাদের জমিতে যেনো দ্রুত তারা সীমানা প্রাচীর নির্মাণ করেন। যাতে কেউ আর এখানে অবৈধ স্থাপনা করতে না পারে।