বন্দরে র‌্যাবের অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, দেড় কেজি গাঁজা উদ্ধার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দর থানাধীন বাগবাড়ী এলাকায় র‌্যাব-১১ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ওই সময় তার কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। ১৭ জুলাই শনিবার বিকেলে এ তথ্য জানান র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ১৬ জুলাই শুক্রবার রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন বাগবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে দেড় কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলো মোঃ আব্দুল আল মারুফ ওরফে মামুন। গ্রেপ্তারকৃত আসামী নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন কুশিয়ারা এলাকার মৃত ইসহাক মিয়ার ছেলে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে অভিনব পদ্ধতিতে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা ও এর আশে পাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।