সোনারগাঁয়ে মুরগীর খামার ভাংচুর ও লুটপাটের মামলায় গ্রেপ্তার ২, রিমান্ডের আবেদন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জের ধরে উপজেলার বারদী এলাকায় ৬ জুলাই সোমবার এক প্রবাসী পল্ট্রীফার্ম ভাংচুর ও লুটপাট করার ঘটনায় ৭ জুলাই বুধবার রাতে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দুইজনকে রাতে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতদের বুধবার সকালে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে। মামলার আসামীরা হল উপজেলার বারদী ইউনিয়নের চার্ন্দের পাড়া গ্রামের সোনা মিয়া ছেলে মোঃ আমির হোসেন এবং ফারুক মিয়া।

উলেখ্য পূর্বশত্রুতার জের ধরে উপজেলার বারদী এলাকায় গত সোমবার সকালে এক সৌদি প্রবাসীর পল্ট্রীফার্ম ভাংচুর ও লুটপাট করে সোমবার সকালে মোঃ ফারুক, আমির হোসেন, হাবিবুল্লাহ সহ আরোও অজ্ঞাত নামা ৭/৮ জনের বাহিনী প্রবাসী আব্দুল হকের দলরদী পুরান নগর এলাকায় পল্ট্রী খামার ভাংচুর ডিম পাড়া উপযোগী প্রায় ৭ লাখ টাকার মূল্যের ৩ হাজার মুরগী সহ পল্ট্রী খামারের মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনায় প্রবাসীর স্ত্রী নাজমা আক্তার বাদী হয়ে মঙ্গলবার বিকেলে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ অভিযোগে তিন জনের নাম উল্লেখ করে ও ৮জনের নাম অজ্ঞাত করে একটি অভিযোগ দেন।

পরে গত বুধবার এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক রাকিব মামলার আসামী মোঃ আমির হোসেন ও ফারুক মিয়া নামে দুইজনকে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

গ্রেপ্তারকৃতদের ৮ জুলাই বৃহস্পতিবার সকালে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে। মামলার আসামীরা হল উপজেলার বারদী ইউনিয়নের চার্ন্দের পাড়া গ্রামের সোনা মিয়া ছেলে মোঃ আমির হোসেন এবং ফারুক মিয়া।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান জানান, প্রবাসীর স্ত্রী‘র অভিযোগের পর মামলা নেয়া হয়েছে এবং দুইজন আসামীকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকালে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করি।