‘নারায়ণগঞ্জে আইনজীবীদের বিজয়ের ছোয়া সুপ্রীম কোর্ট নির্বাচনেও লাগবে’

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীলীগের বিজয়ের ছোয়া বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনেও লাগবে বলে মন্তব্য করেছেন সুপ্রীম কোর্ট নির্বাচনে আওয়ামীলীগ প্যানেলের প্রার্থীরা। ১২ মার্চ মঙ্গলবার নারায়ণগঞ্জে ভোট প্রার্থনায় আসেন আওয়ামী প্যানেলের প্রার্থীরা। এসময় নারায়ণগঞ্জের আইনজীবীদের নিয়ে মতবিনিময় করেন প্রার্থীরা। পরে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া প্রার্থীদের নিয়ে ভোট প্রার্থনায় প্রচারণা চালান।

জানাগেছে, বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির ২০১৯-২০২০ কার্যকরী পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আবু মোঃ আমিন উদ্দিন বলেন, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি যেভাবে বিজয়ের সুচনা করেছে একইভাবে সেই বিজয়ের ছোঁয়া সুপ্রীম কোর্ট নির্বাচনেও লাগবে।

প্রচারণার আগে মঙ্গলবার দুপরে নারায়ণগঞ্জ আদালতের পিপির কনফারেন্স কক্ষে প্রার্থী ও ভোটারদের এক মতবিনিময় সভায় এমন কথা বলেন সভাপতি প্রার্থী। তিনি নারায়ণগঞ্জের ভোটারদের উদ্দেশ্যে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও স্বাধীনতার পক্ষের মানুষ হয়ে আপনাদের কাছে এসেছি ভোট চাইতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এ প্যানেলকে জয়ী করবেন।

মত বিনিময় সভার সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল বলেন, আমাদের বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদেরকে মনোনিত করে মনোনয়ন দিয়েছেন, তারা সকলেই যোগ্য প্রার্থী। এ নির্বাচনে বিএনপি প্যানেল জয়ী হলে আইনজীবীরা বলবে আওয়ামীলীগ হেরেছে, এ কথাটা যেন আমাদের শুনতে না হয়। এ প্যানেল আওয়ামীলীগের, আমরা আওয়ামীলীগকে জয়ী করাতে চাই, যাতে করে মানুষ বলে আওয়ামীলীগ জিতেছে।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়ার পরিচালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জে সংরক্ষিত আসনের সাবেক এমপি অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন,সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ উর রউফ, সমিতির সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট হাবিব আল মুজাহিদ পলু, সমিতির বর্তমান সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আলী আহমেদ ভূঁইয়া, সহ-সভাপতি অ্যাডভোকেট বিদ্যুৎ কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান সহ অন্যান্য সিনিয়র আইনজীবীগণ।