এরশাদের মৃত্যুদিবস থাকায় নির্বাচনের তারিখ পরিবর্তন: কমিশনের প্রতি এমপি খোকার কৃতজ্ঞতা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

একাদশ জাতীয় সংসদ দেশের তিনটি সংসদীয় আসনের উপ-নির্বাচন আগামী ১৪ জুলাই ভোট গ্রহণের দিন ধার্য্য করে তফসিল ঘোষণা করেছিল বাংলাদেশ নির্বাচন কমিশন।  কিন্তু ওইদিন প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয়পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুদিবস থাকায় নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি তুলে জাতীয়পার্টি।  নির্বাচন কমিশন সেই দাবির প্রেক্ষিতে ১৪ জুলাইয়ের পরিবর্তনে ২৮ জুলাই ভোট গ্রহণের দিন ধার্য্য করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন এই দাবি মেনে নেয়ায় নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়পার্টির ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও) আসনের দুইবারের নির্বাচিত সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান কামাল জানিয়েছেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, অতিরিক্ত মহাসচিব ঢাকা বিভাগ ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির বিপ্লবী সভাপতি জননেতা লিয়াকত হোসেন খোকা এমপি এবং জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন এক যৌথ বিবৃতিতে ১৪ জুলাই সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক বিরোধীদলীয় নেতা প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর মৃত্যুদিবসে জাতীয় সংসদের ৩টি আসনে উপ-নির্বাচনের জন্য ঘোষিত ১৪ জুলাই তারিখ পরিবর্তন করে ২৮ জুলাই২০২১ নির্ধারণ করে পল্লীবন্ধু এরশাদ এর প্রতি সন্মান দেখানোর জন্য নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরও জানানো হয়- নেতৃদ্বয় জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি ও মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, উক্ত তারিখ পরিবর্তনে যুগান্তকারী ও পদক্ষেপ গ্রহণ করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিবৃতিতে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি আশা প্রকাশ করে জানান ভবিষ্যতে কোনো নির্বাচন, উপ-নির্বাচন যেনো পল্লীবন্ধু এরশাদ এর মৃত্যু দিবস ১৪ জুলাই তারিখে আর নির্ধারণ না করা হয় সেদিকে খেয়াল রাখার জন্য অনুরোধ করেন।