তিনটি আসনে উপ-নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করলো জাতীয়পার্টি, সঙ্গে ছিলেন এমপি খোকা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

আগামী ১৪ জুলাইয়ে দেশের তিনটি আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

৯ জুন বুধবার রাজধানীর বনানী কার্যালয়ে পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার শেষে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়।

জাতীয় পার্টি মনোনীত প্রার্থীরা হচ্ছেন, ঢাকা-১৪ আসনে মোস্তাকুর রহমান মোস্তাক, সিলেট-৩ আসনে মোহাম্মদ আতিকুর রহমান (আতিক) এবং কুমিল্লা-৫ আসনে মো. জসিম উদ্দিন।

এরআগে জিএম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন- সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব (সিলেট বিভাগ) এটিইউ তাজ রহমান, অতিরিক্ত মহাসচিব (চট্টগ্রাম বিভাগ) অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া ও অতিরিক্ত মহাসচিব (ঢাকা বিভাগ) লিয়াকত হোসেন খোকা এমপি।