রূপগঞ্জে নিঃস্বার্থ সমাজকল্যাণ সংস্থার রক্তদান ও বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

‘ব্যক্তি স্বার্থ নয় মানবতার সেবাই লক্ষ্য’ শ্লোগানকে সামনে রেখে সমাজে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করতে এক বছরে এক’শ ব্যাগ রক্ত দান সম্পন্ন করেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌর এলাকার সেচ্ছাসেবী সংগঠন নিঃস্বার্থ সমাজকল্যাণ সংস্থা।

এছাড়াও বৃক্ষরোপণ, মেডিকেল ক্যাম্পিং, রক্তের গ্রুপ নির্নয়, করোনা মহামারীতে জনসচেতনতা বৃদ্ধি, সুরক্ষা সামগ্রী ও ত্রাণ সামগ্রী বিতরণ সহ নানা কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

সংগঠনের ১ম বর্ষ পুর্তি উপলক্ষ্যে ৩জুন বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় গত এক বছরের এসব বিভিন্ন কর্মকান্ড তুলে ধরা হয়।

সভায় কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা ও সমাজ সেবক আব্দুল সালাম।

এ সময় আরো বক্তব্য রাখেন সাংবাদিক শাহেল মাহমুদ, অনির্বাণ ডিজেবল চাইল্ড কেয়ার একাডেমির প্রতিষ্ঠাতা সোহেল রানা, শিক্ষক আফজাল হোসেন খোকন, সংগঠনের সভাপতি ইফতেখার ভুঁইয়া রিদ্ধীন ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আবিদ, পুর্বাচল আদর্শ সেবা সংস্থার সাধারণ সম্পাদক রাশেদ ফকির, একতা ব্লাড ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি সোহেল মিয়া, যুবশক্তি ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মোঃ মহসিন, অনিবার্ণ সুবর্ণ নাগরিক যুব উন্নয়ন ক্লাবের সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান।

এসময় উপস্থিত ছিলেন নিঃস্বার্থ সমাজকল্যান সংস্থা (এনএসএস) এর সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অন্তর সরকার, সহ-সভাপতি মাহবুব আলম শাহেদ, সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, শান্ত মিয়া, সাংগঠনিক সম্পাদক আকিব মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ ভুঁইয়া রিহাব, মোঃ সুফি আহমেদ, সমাজকল্যান সম্পাদক সাদিকুর রহমান আপন, সহ-সমাজ কল্যান সম্পাদক রাজবী আনান ন‚র, অর্থ সম্পাদক মিনহাজুর রহমান হিরা, সহ-অর্থ সম্পাদক বাধন সরকার, দপ্তর সম্পাদক চয়ন চক্রবর্তী, সহ-দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান মেহেদী, প্রচার সম্পাদক তামিম মুবাস্সির, সহ-প্রচার সম্পাদক তামজিদুল ইসলাম সাকিব, সাব্বির মাহমুদ নিবির, প্রকাশনা বিষয়ক সম্পাদক সারোয়ার আলম টুটুল, সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক বরকতউল্লাহ অপু, ত্রাণ সম্পাদক মোঃ আবু সানি, সহকারীত্রান সম্পাদক জায়েদ খান, মিথিন প্রধান, ক্রীড়া সম্পাদক ওবায়দুল হক জুবায়ের, দেওয়ান রাশেদুল, আইন বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফি, পরিবেশ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন রিয়েন, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল বাবর, মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা আক্তার পলিসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।