নারায়ণগঞ্জে ত্রাণ সামগ্রী বিতরণ করলো বাংলাদেশ মহিলা পরিষদ

সান নারায়ণগঞ্জ টুুয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে করোনা মহামারীর সংকটকালীন সময়ে অসহায় দরিদ্র সদস্য ও ব্যক্তিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

৯ মে রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা কার্যালয় থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা কমিটির সভাপতি লক্ষী চক্রবর্তী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রহিমা খাতুন, সাংগঠনিক সম্পাদক প্রীতিকনা দাস, লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম, আন্দোলন সম্পাদক শোভা সাহা, সদস্য রাশিদা বেগম, অফিস সহকারী সুমী সরকার।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, তেল, লবণ, আলু, দুধ, চিনি, সেমাই, আটা, সাবান ইত্যাদি।

করোনা মহামারীর শুরুর দিক থেকে গত এপ্রিল মাস হতে নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে সাধ্যমত ধারাবাহিকভাবে ত্রাণ বিষয়ক বিভিন্ন কর্মসুচী পালন করে আসছে বলে জানায় মহিলা পরিষদ।  জেলা নেতৃবৃন্দ জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের সেবার জন্য বিভিন্ন এলাকায় ছুটে চলেছেন এবং সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন।  এতে এলাকাবাসীর ব্যাপক সহযোগিতাও পেয়েছেন।  পরিশেষে সংগঠনের পক্ষ হতে ভবিষ্যতেও এইরূপ সহায়তা অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের জেলা সভাপতি বিশিষ্ট নারী নেত্রী বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী।