প্রধানমন্ত্রীর দেয়া ঘর পাচ্ছে রূপগঞ্জের ১৩১টি ভূমিহীন পরিবার: ডিসি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ১৩১টি ঘর নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভূমিহীন পরিবার পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মো. মোস্তাইন বিল্লাহ।

৮ মে শনিবার বিকেলে অসহায় দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে মুজিববর্ষ ভিলেজ পরিদর্শনকালে এ কথা জানান ডিসি।

তিনি আরো বলেন, রূপগঞ্জ কাঞ্চন মুজিববর্ষ ভিলেজে ভূমিহীনদের হস্তান্তর করা হয়েছে।  ইতিমধ্যে এখানে ১৩১টি ঘর তৈরি করা হয়েছে।  কয়েক দিনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশের মত এটি উদ্বোধন করবে।  কিছু দরিদ্র সংখ্যক লোককে আমরা এখানে ঘর স্থান্তর করেছি।  প্রত্যেকে উপকার ভোগীকে ২শতাংশ জমি দিচ্ছি।  এটি রেজিস্ট্রেশন হবে মিটিশন হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে কোনো ভূমিহীন ব্যক্তি আশ্রয়হীন থাকবে না।  আমরা সেই লক্ষ্যেই আমাদের জেলা প্রশাসন কাজ করছে।  আগামী ডিসেম্বর মাসের মধ্যে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীদের মাঝে আরও কিছু ঘর উপহার দিতে পারব।

রূপগঞ্জ কাঞ্চনে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয় ২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের গৃহনির্মাণ কার্যক্রমের উপকার ভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ সময়ে তিনি এসব কথা বলেন।  এ সময় তিনি ৩০০ অসহায় দুস্তদের ত্রান সামগ্রী বিতরণ করেন