আড়াইহাজারে মামলা করায় বাদীর বাড়িতে আসামী পক্ষের হামলা ভাংচুর লুটপাট

সান নারায়ণগঞ্জ টুুুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া গ্রামে মামলা তুলে না নেয়ায় বাদী পক্ষের ৩টি বাড়ীতে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

৭ মে শুক্রবার রাত ৯টায় এ ঘটনা ঘটিয়েছে একই এলাকার আবেদ আলী ও স্বপনের লোকজন।

ভুক্তভোগীরা জানান, সম্প্রতি একই গ্রামে অরো একটি হামলা ও লুটপাটের ঘটনা ঘটিয়েছিল তারা।  এ ব্যাপারে ডালিম বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন।  উক্ত মামলাটি তুলে নেয়ার জন্য বার বার হুমকী দিয়ে আসছিল আবেদ আলী স্বপন গং।

মামলাটি তুলে না নেয়ায় বাদী পক্ষের মতিন, আলমাছ ও সোলমানের বাড়ী ঘরে শুক্রবার রাতে হামলা,ভাংচুর ও লুটপাট চালায় স্বপন গং।  এতে চারটি বাড়ীর প্রায় ১০ লাখ টাকা ক্ষতি সাধিত হয়েছে বলে ভুক্তভোগীদের দাবী।

এ ব্যাপারে আড়াইহাজার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিচুর রহমান জানান, ঘটনার পর পরই সংবাদ পেয়ে পুলিশ ফোর্স ঘটনা স্থলে যায়।  পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।  অভিযোগ পেলে মামলা নেয়া হবে।