সোনারগাঁয়ে গোসল করা অবস্থায় নারীকে ইভটিজিং, বখাটের ১ বছর কারাদণ্ড

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক বখাটেকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকার মাসুম নামের ওই বখাটেকে এই সাজা দেয়া হয়।

১৯ এপ্রিল সোমবার বিকেলে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ সাজা দেন।

জানাগেছে, উপজেলার সাত ভাইয়াপাড়া গ্রামের মাসুম দীর্ঘদিন ধরে ওই এলাকার মহিলা ও যুবতীদের বিভিন্ন অঙ্গিভঙ্গিতে উত্ত্যক্ত করতো। একই সঙ্গে কু-প্রস্তাব দিয়ে ইভটিজিং করে আসছিল। তার এ কর্মে অতিষ্ঠ ওই এলাকার যুবতী ও মহিলা।

সোমবার দুপুরে গোসল করা অবস্থায় ভেজা কাপড় পরিহিত অবস্থায় এক মহিলাকে অশ্লীল কথা বলা, কু-প্রস্তাব দেয়া ও অঙ্গি ভঙ্গি করে। এসময় ওই মহিলা প্রতিবাদ করলে তাকে মারধর করার জন্য উদ্ধত হয়।

এ ঘটনায় ওই মহিলা সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ওই এলাকা থেকে মাসুমকে গ্রেপ্তার করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৮৬০ এর ৫০৯ ধারায় সর্বোচ্চ ১বছরের কারাদন্ড প্রদান করা হয়।