সোনারগাঁয়ে করোনাকালে রমজান উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণে শহীদ বাদল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের কঠিন পরিস্থিতিতে যখন দিনমজুর খেটে খাওয়া মানুষগুলো বিপাকে তখন অসহায় মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তেমনি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল।

১২ এপ্রিল সোমবার দুুুপুরে কাঁচপুরে ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম খাঁন ফাউন্ডেশনের আয়োজনে সোনারগাঁ উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খাঁন লিটনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে উপহার সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, পিয়াজ, বুট, মুড়ি, তেল, সাবান ও মাস্ক বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল উপহার সামগ্রী বিতরণ করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ, কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম আহম্মেদ ও সাধারণ সম্পাদক বাবুল হোসেন এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পলাশ, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম প্রধান, শ্রমিক লীগ নেতা বিপ্লব খাঁন, যুবলীগ নেতা সেলিম, বোরহান, স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজন।

অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল বলেন, মাহে রমজানের পূর্ব মুহুর্তে অসহায়দের জন্য খাদ্যসামগ্রী নিয়ে প্রস্তুত জননেত্রী শেখ হাসিনার সৈনিকেরা। এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আমাদের সকলের উচিৎ যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা।