রূপগঞ্জের রূপসী খন্দকার বাড়ির পহেলা বৈশাখ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের রূপগঞ্জের রূপসী খন্দকার বাড়িতে প্রতি বছর পহেলা বৈশাখে খন্দকার বাড়ির উদ্যোগে প্রীতিভোজের আয়োজন করা হয়। যেখানে কয়েক হাজার মানুষের সমাগত ঘটতো। তবে এবার এই পহেলা বৈশাখের আয়োজন থাকছেনা। গত বছরও করা হয়নি এই অনুষ্ঠানটি।

রূপসী খন্দকার বাড়ীর পক্ষে খন্দকার তুহিন পারভেজ আলাল ১১ এপ্রিল রবিবার জানান, বাংলা আবহমান ঐতিহ্যকে যথাযখ মর্যাদায় পালন এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করার উদ্দেশ্যে প্রতিবৎসর পহেলা বৈশাখ খন্দকার বাড়ীর উদ্যোগে প্রীতিভোজের আয়োজন করা হয়ে থাকে। মহামারী করোনার জন্য গত বৎসর বৈশাখী অনুষ্ঠান ও প্রীতিভোজের অনুষ্ঠান করা সম্ভব হয় নাই। এই বৎসর মহামারী করোনার কারণে ১লা বৈশাখ, ১৪২৮ বাংলা খন্দকার বাড়ী দোয়া উপলক্ষে বৈশাখী প্রীতিভোজ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। দেশ করোনা মুক্তি হলেই স্বাস্থ্যবিধি মোতাবেক স্থগিত অনুষ্ঠানটি যথাযথ মর্যাদায় উৎযাপন করা হবে বলে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার জানিয়েছেন। এই মর্মে তিনি সকলের দোয়া কামনা করেন।