সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপির সুস্থ্যতা কামনায় দোয়া চেয়েছেন বন্দর থানা আওয়ামীলীগ নেতা ও আগামী বন্দর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান প্রার্থী রোমান হোসাইন। গত ৪ মার্চ সোমবার বিকেলে এক বিবৃতিতে তিনি বন্দর উপজেলাবাসীর কাছে এ দোয়া প্রার্থনা করেন।
আওয়ামীলীগ নেতা রোমান হোসাইন বলেন, ‘বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের একজন পরিচ্ছন্ন মানুষ। তিনি হঠাৎ করেই অসুস্থ্য হয়ে পড়েছেন। তিনি আওয়ামীলীগের একজন তুখোড় নেতা। উঠে এসেছেন মাঠ পর্যায় থেকে। বাংলাদেশের মাটি কিছু কিছু ‘ভূমিপুত্র’ জন্ম দেন। ওবায়দুল কাদের তাঁদেরই একজন। বাংলাদেশ উন্নয়ণশীল মাত্রায় পরিবেষ্টিত হতে ওবায়দুল কাদেরের ভুমিকা অপরিসীম। আমাদের সকলেরই একটাই কামনা তিনি দ্রুত সেরে উঠুক। ফিরে আসুক বাংলার মাটি ও মানুষের মাঝে।’