রূপগঞ্জে কলেজ ছাত্র রিয়ন হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন সলিমউদ্দিন চৌধুরী কলেজের ছাত্র রাকিবুল ইসলাম রিয়ন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ২ এপ্রিল শুক্রবার সকালে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জের কাঞ্চন ব্রীজ এলাকায় এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে সলিমউদ্দিন চৌধুরী কলেজসহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, এলাকাবাসী সহ স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

মানববন্ধন পূর্বক আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জনতা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য অলিউল্লাহ মীর। সভায় বক্তব্য রাখেন জনতা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আতাউর রহমান আফজল, নিগাস সুলতানা, স্থানীয় মহিলালীগ নেত্রী পারভীন আক্তার, শিক্ষক নূর মোহাম্মদ, কলেজ ছাত্র ফাহিম বাদশা, তুহিন, তানভীর মোল্লা, রাসেল মোল্লা, রাকিব মোল্লা, রিয়নের দাদা মোঃ শাহজাহান প্রমুখ।

উল্লেখ, গত ২৭ মার্চ জমি সংক্রান্ত ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা দিন দুপুরে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় রিয়নের মা জোসনা বেগম বাদী হয়ে ১৯ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পুুলিশ এজাহার নামীয় ৪ জন আসামীকে গ্রেপ্তার করে।