আজাদ সহ আড়াইহাজারের ৪৬ বিএনপি নেতাকর্মীর বিচার শুরু

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সহ আড়াইহাজার বিএনপির বিভিন্ন স্তরের ৪৬ জন নেতাকর্মীদের বিচারকার্য শুরু করেছেন আদালত। ৪ মার্চ সোমবার দুুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালতে আড়াইহাজার থানায় দায়ের করা একটি ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় আদালত আসামীদের বিরুদ্ধে চার্জ গঠন করেন।

আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চার্জ গঠনের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের আগে হরতাল অবরোধে আড়াইহাজার থানায় একটি ভাংচুর ও অগ্নিসংযাগের মামলা দায়ের করা হয়। ওই মামলায় কেন্দ্রীয় বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ সহ বিএনপির ৪৬ জন নেতাকর্মীকে আসামি করা হয়। মুলত এটি একটি রাজনৈতিক মামলা। নেতাকর্মীদের হয়রানি করতেই তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল। আদালতে আসামীদের অব্যাহতি আবেদন করেছিলাম। আদালত চার্জ গঠন করেছেন।