সেলিম ওসমানের ক্যাম্প পুড়িয়েছেন তারা: বিএনপির অর্ধশত নেতাকর্মীর জামিন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের পূর্বে নির্বাচনী প্রচারণায় নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের মহাজোটের লাঙ্গল প্রতীকের প্রার্থী একেএম সেলিম ওসমানের নির্বাচনী ক্যাম্প পোড়ানো মামলায় জামিন পেয়েছেন বিএনপির অর্ধশত নেতাকর্মীরা। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে ৩মার্চ রবিবার জামিনের আবেদন করলে আদালত আসামিদের জামিনে দেন।

এসময় আসামীদের পক্ষে জামিনে শুনানিতে অংশ দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সহ বেশকজন আইনজীবী।

জানাগেছে, এ মামলায় জামিন পেয়েছেন মহানগর বিএনপির সেক্রেটারি এটিএম কামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল আলম সজল, মহানগর যুবদল নেতা সরকার আলম ও সাবেক ছাত্রদল নেতা এমএইচ মামুন সহ অর্ধশত বিএনপি নেতাকমী।