জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমানের হাতে ব্যাট তুলে দিলেন এমপি খোকা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁও শেখ রাসেল স্টেডিয়ামে চলছে মুজিববর্ষ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের বেশকটি দলে খেলায় অংশগ্রহণ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, সাব্বির রহমান, রনি তালুকদার, সামসুর রহমান, ইলিয়াস সানি সহ বেশকজন ক্রিকেটার।

৫ মার্চ শুক্রবার বিকেলে কিংস এলিভেন সোনারগাঁও এবং কিংস অব জয়নুল আবেদীন দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কিংব অব জয়নুল আবেদীনকে পরাজিত করেছে কিংস এলিভেন সোনারগাঁও।

কিংস এলিভেন সোনারগাঁও দলের পক্ষে অংশগ্রহণ করেছেন জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান রুমন। তিনি একটি ছক্কা হাকালেও ৮ রান করে অাউট হয়ে যান। তবে তার দল জয়ী হয়। এর আগে কিংব অব জয়নুল আবেদীন দলের কর্ণধার উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ঘোষণা করেছেন সাব্বির রহমানকে আউট করতে পারলে সেই বোলার পাবে ২০ হাজার টাকা। তবে সাব্বিরকে আউট করায় এটাইকে প্রাথমিক জয় বলে দাবি করেন নান্নু। তবে এমপি খোকাও ঘোষণা দেন যে, যদি কেউ শত রান করতে পারে তাহলে তাকে ১০ হাজার টাকা পুরস্কৃত করা হবে। বিজয়ী দলের খেলোয়ার রাজীব ৯৩ রান করে আউট হলেও তাকে সেই পুরস্কার দেয়া হয়।

তবে ব্যাটিংয়ে নামার আগে সাব্বির রহমানের হাতে ব্যাট তুলে দেন স্থানীয় এমপি লিয়াকত হোসেন খোকা। সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আতিকুল ইসলাম।

খেলা শেষে পুরস্কার বিতরণে ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হা-মীম সিকদার শিপলু, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, পৌর জাতীয়পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার প্রমূখ।