নারায়ণগঞ্জের দুই মাদক ব্যবসায়ীকে কারাদন্ড

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের দুই মাদক ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছেন নারায়ণগঞ্জের একটি আদালত। ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিন এর আদালতে মাদক ব্যবসায়ী বকুল ও নজরুল ইসলামকে ৬ মাসের কারাদন্ড ও ২ হাজার টাকা অর্থদন্ড যা অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ডের আদেশ দেন।

নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মাহমুদুন নবী লিটন জানান, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা পুলিশ বি-বাড়িয়া জেলার বিজয়নগর থানার নোয়াগাঁও এলাকার শফিকুল ইসলামের ছেলে বকুলকে ২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রনের আইনে মামলা দায়ের করে। যার মামলা নং ১৫(৭)১২। এ মামলায় সাক্ষ্য প্রমান শেষে আদালত আসামীকে ৬ মাসের কারাদন্ড ও ২ হাজার টাকা অর্থদন্ড যা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ডের আদেশ দেন।

তিনি আরও জানান, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার কুমারভোগ এলাকার কাশেম হাওলাদারের ছেলে নজরুল ইসলামকে ৭৫ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রনের আইনে মামলা দায়ের করে। যার মামলা নং ১৪(৩)১৩। এ মামলায় সাক্ষ্য প্রমান শেষে আদালত আসামীকে ৬ মাসের কারাদন্ড ও ২ হাজার টাকা অর্থদন্ড যা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ডের আদেশ দেন।