আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ: হার্ডলাইনে বিএনপি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

২৮ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপির দুটি প্যানেলে ১৭ জন করে ৩৪ জন এবং একজন স্বতন্ত্র সেক্রেটারি পদে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। নির্বাচনে প্রধান নির্বাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া।

নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত নির্বাচনে লড়াই করার ঘোষণা দিয়েছেন বিএনপির শীর্ষ আইনজীবীরা। নির্বাচন সুষ্ঠ করার লক্ষ্যে তারা নির্বাচনে হার্ডলাইনেও থাকবেন বলেও জানাগেল।

জানাগেল, আওয়ামীলীগের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচন করছেন সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক পদে সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান।

আওয়ামীলীগ প্যানেলের সিনিয়র সহ-সভাপতি পদে প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট বিদ্যুৎ কুমার সাহা, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট বরুণ চন্দ্র দে, যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট রবিউল আমিন রনি, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট মনিরুজ্জামান কাজল, আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ স্বপন ভূঁইয়া, লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট সাজ্জাদুল হক সুমন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে অ্যাডভোকেট আসাদুর রহমান বিপ্লব, সমাজ সেবা সম্পাদক পদে অ্যাডভোকেট ইসরাত জাহান ইনা, আইন ও মানবাধিকার সম্পাদক পদে অ্যাডভোকেট নুসরাত জাহান তানিয়া।

এ ছাড়াও কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট সিরাজুল হক মিলন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল হাসান, অ্যাডভোকেট আবু তাহের রানা ও অ্যাডভোকেট রোমানা আক্তার।

অন্যদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফ্রন্ট প্যানেলের সভাপতি পদে অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবীর, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মানিক মিয়া, সহ-সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল আলম রিপন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন মোল্লা, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সালাহউদ্দিন ভূইয়া সবুজ, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট জাহিদুল ইসলাম মুক্তা, আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট জাহিদুর রহমান, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট মোহসীন শেখ, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট গোলাম সারোয়ার, সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সারোয়ার জাহান, সমাজ সেবা সম্পাদক অ্যাডভোকেট আসমা হেলেন বিথি, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করছেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ, অ্যাডভোকেট হাবিবুর রহমান, অ্যাডভোকেট আসিয়া সুলতানা জেমী, অ্যাডভোকেট হাফিজুর রহমান মাসুদ ও অ্যাডভোকেট জামান হোসেন।