শামীম ওসমানের জনসভা: প্রস্তুত বক্তাবলী আওয়ামীলীগ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

আগামী ২ মার্চ নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বানিজ্যিক এলাকায় সমাবেশ করবেন নারায়ণগঞ্জের আলোচিত আওয়ামীলীগ এমপি একেএম শামীম ওসমান। শামীম ওসমানের ওই জনসভা সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ফতুল্লার থানাধীন বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা। এ উপলক্ষ্যে ২৫ ফেব্রুয়ারি আওয়ামীলীগের নেতাকর্মীরা প্রস্তুতি সভাও করেছেন।

নেতাকর্মীরা জানিয়েছেন, এমপি শামীম ওসমানের জনসভা সফলের লক্ষ্যে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একেএম শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে তৃতীয় বারের মত বিপুল ভোটে জয়ী হওয়ার প্রথবার জনসভার ডাক দিয়েছেন।

২৫ ফেব্রুয়ারি সোমবার বিকালে ফতুল্লার থানার বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফাজ উদ্দীন ভূঁইয়ার সভাপতিত্বে প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী।

প্রস্তুতি সভায় আওয়ামীলীগ নেতা এম শওকত আলী চেয়ারম্যান বলেন, এর আগে জাতীয় সংসদ নির্বাচনে গণমানুষের নেতা একে এম শামীম ওসমান নির্বাচিত হয়ে বক্তাবলীতে রাস্তা, ব্রীজ, কালভাট, স্কুল ও ফেরীঘাট সহ প্রায় ২৬শ কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছিলেন। এলাকার উন্নয়নমূলক কাজের প্রতিদান হিসেবে আপনারা আবারও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শামীম ওসমানকে বিপুল ভোটে জয়ী করায় শামীম ওসমান আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সেই সাথে অঙ্গীকার করেছেন যে, বুড়িগঙ্গা নদীতে সেতু সহ আরও উন্নয়নমূলক কাজ করবেন। আমরা আগামী ২ মার্চের জনসভায় ব্যাপক লোকজনের সমাগম ঘটিয়ে প্রমান করতে চাই শামীম ওসমানের নেতৃত্বে বক্তাবলী ইউনিয়নবাসী ঐক্যবদ্ধ।

সভায় বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলামের উপস্থাপনায় ফতুল্লা থানা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রধান বলেন, আগামীতে বক্তাবলীতে আরও উন্নয়নমূলক কাজ করার জন্য শওকত আলী চেয়ারম্যানের নেতৃত্বে জনসভায় বিশাল শোডাউন করে তাক লাগিয়ে দিতে চাই।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সদস্য মালেক খন্দকার, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ নাছির মিয়া, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি আলী হোসেন বেপারী, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মান্নান সিদ্দিকী, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফেজ তমিজ উদ্দীন, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সদর উদ্দীন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মাশফীকুর রহমান শিশির, ফতুল্লা থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজির হোসেন, ৮নং ইউনিয়ন পরিষদের সদস্য জলিল গাজী, বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জামাল হোসেন, আসাদ ভান্ডারী, আব্দুল মোতালিব, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, নুর ইসলাম, খোরশেদ মাস্টার, ছিদ্দিক, মোঃ মিন্টু, মোঃ দুদু মিয়া, আমির হোসেন, আক্তার হোসেন, রাশেদুল ইসলাম সুমন, মনির হোসেন, আওলাদ হোসেন প্রমুখ।