বিএনপি সন্ত্রাসী করেছিল: খোকন সাহা, তারা আইনজীবীদের জন্য কিছুই করেনি: জুয়েল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

আগামী ২৮ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ অনুুষ্ঠিত হবে। নির্বাচনের লক্ষ্যে আওয়ামীলীগ সমর্থিত মোহসীন-মাহবুব প্যানেলের পক্ষে ২০ জানুয়ারি বুুধবার নারায়ণগঞ্জ আদালতপাড়ায় ব্যাপক শোডাউন করেছেন আওয়ামীলীগের আইনজীবীরা।

শোডাউন শেষে আইনজীবী সমিতির ভবনের সামনে সমাবেশ করেছেন আওয়ামীলীগের আইনজীবীরা। ওই সমাবেশে মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেছেন, জোট সরকার আমলে আদালতপাড়ায় বিএনপি সন্ত্রাসী করেছিল। বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড আইনজীবীরা ভুলে যায়নি। আইনজীবী কাউসার আলী শেখ ও হাবিবুর রহমানের উপর নির্যাতন করে হাত পা ভেঙ্গে দিয়েছিল।

আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল বলেছেন, তারা আইনজীবীদের জন্য কিছুই বলেনি। আমরা নাকি মুলা ঝুলিয়েছি? তাহলে এ ভবনটি কি মুলা? তাহলে আমরা মুলা ঝুলাতে জানি এবং উন্নয়নও করতে জানি যা সকলের সামনেই প্রমাণিত। আইনজীবীদের জন্য বেনাভোলেন্ড ফান্ড করেছি আমরা, আইনজীবীদের কল্যাণে ফান্ড করেছি আমরা।

২০ জানুয়ারি বুধবার দুপুরেও নারায়ণগঞ্জ আদালতপাড়ায় ব্যাপক শোডাউন করেছেন আওয়ামীলীগের আইনজীবীরা। কয়েকদফা শোডাউন শেষে নির্বাচনী সমাবেশও করেছেন তারা। মহানগর আওয়ামীলীগের সেক্রেটারি অ্যাডভোকেট খোকন সাহা, জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন, আইনজীবী সমিতির সাবেক দুইবারের সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাসুদ উর রউফ, অ্যাডভোকেট নাসিমা হাসনাত সহ অন্যান্য আইনজীবীরা বক্তব্য রাখেন।

আওয়ামীলীগ সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মাহবুবুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ প্যানেলের সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট বিদ্যুৎ কুমার সাহা, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট বরুণ চন্দ্র দে, যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট রবিউল আমিন রনি, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট মনিরুজ্জামান কাজল, আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ স্বপন ভূঁইয়া, লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট সাজ্জাদুল হক সুমন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে অ্যাডভোকেট আসাদুর রহমান বিপ্লব, সমাজ সেবা সম্পাদক পদে অ্যাডভোকেট ইসরাত জাহান ইনা, আইন ও মানবাধিকার সম্পাদক পদে অ্যাডভোকেট নুসরাত জাহান তানিয়া।

এ ছাড়াও কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট সিরাজুল হক মিলন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল হাসান, অ্যাডভোকেট আবু তাহের রানা ও অ্যাডভোকেট রোমানা আক্তার।