নারায়ণগঞ্জে কালের কন্ঠ শুভসংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

স্বাস্থ্য বিধি মেনে নারায়ণগঞ্জের ফতুল্লার হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে কালের কন্ঠ নারায়ণগঞ্জ শুভসংঘ। এই বিতরণের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক।

শুভসংঘ নারায়ণগঞ্জের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মামুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ রতন, হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির হোসেন, হরিহরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার বেগম, ইউপি সদস্য সালাউদ্দিন আহমেদ, কামরুল ইসলাম, নেছার উদ্দিন, কালের কণ্ঠর নারায়ণগঞ্জ প্রতিনিধি দিলীপ কুমার মণ্ডল প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক বলেন, শুভ কাজে সবার পাশে কালের কণ্ঠ শুভসংঘের এই স্লোগানটি আমার খুবই প্রিয়। শুভসংঘের অনেকগুলি শুভকাজের সাথে আমিও অংশগ্রহণ করেছি। সর্বশেষ দুস্থ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ তারই আরেকটি অনন্য উদাহরণ।

এ সময় তিনি কম্বলের গুণগত মানের প্রশংসা করে বলেন, প্রচারের জন্য নয় কিংবা দেখানোর জন্য নয়। মনের টানে পূর্ব থেকেই শুভসংঘ মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। এভাবে চললে ভবিষ্যতে সংগঠনটি আরও বহুদূর এগিয়ে যাবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, শুভসংঘের সহ-সভাপতি প্রদীপ কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ চন্দ্র দাস, সামছুল হুদা আল মামুন, সাইফুদ্দিন আহমেদ পিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কোষাধ্যক্ষ সুমন চন্দ্র দাস, সাহিত্য বিষয়ক সম্পাদক দিলীপ কুমার দাস, প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আল মনির, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, ইঞ্জিনিয়ার আমির হোসেন, শরীফ আহমেদ লিপন, রাজু আহমেদ, মো. শাহজাহান প্রমূখ।