নারায়ণগঞ্জের লেখকের বই ‘তুই’ উন্মোচন করলেন এ্যাটর্নী জেনারেল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের তরুণ লেখক ইকবাল হোসেন রোমেছের লেখা বই ‘তুই’ উন্মোচন করা হয়েছে। বইটি উন্মোচন করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের এ্যাটর্নী জেনারেল মাহবুবে আলম। উন্মোচনের সময় এ্যাটর্নী জেনারেল মাহবুবে আলম বলেন, নতুন প্রজন্মের জন্য সবচেয়ে ভাল দিক হচ্ছে বই পড়া এবং সবচেয়ে খারাপ দিক হচ্ছে মাদক। কাজেই মাদক থেকে তাদেরকে মুক্ত রাখা গেলেই বইয়ের প্রতি তাদের মনোনিবেশ চলে আসবে।

২২ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দ্দী উদ্যোনে বাংলা একাডেমী আয়োজিত একুশের বই মেলার ২২তম দিবসে মেলার অভ্যন্তরে নারায়ণগঞ্জের তরুণ লেখক প্রেমের কবি ইকবাল হোসেন রোমেছ এর কাব্যগ্রন্থ ‘তুই’ এর মোড়ক উম্মোচন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এ্যাটর্নী জেনারেল এসব কথা বলেন।

উদ্বোধক মাহবুবে আলম আরো বলেন, বর্তমানে তথ্য প্রযুক্তির যুগ অতিবাহিত হচ্ছে। তথ্য প্রযুক্তির ব্যবহার যতই বিস্তৃত হোকনা কেনো বই পাঠের প্রচলণ সব সময়ই থাকবে। যত বই প্রকাশ হবে তত লেখক সৃষ্টি হবে। যত লেখক সৃষ্টি হবে তত পাঠকও সৃষ্টি হবে। আমি মনে করি তথ্য প্রযুক্তির কারণে বই পড়ার বিষয়টি হ্রাস পায়নি বরং পরিবেশগত কারণে মানুষ আজকাল বইয়ের প্রতি আগ্রহ হারাচ্ছে। আমাদেরকে বই পড়ার পরিবেশ সৃষ্টি করতে হবে।

হারুন অর রশীদ সাগরের সঞ্চালনায় মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বিমানের ইমিগ্রেশন অফিসার প্রিন্স এ ওয়াকি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন লেখক-ছড়াকার ও সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টু, দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আনোয়ারুল হক, লেখক-গল্পকার মোঃ সালাউদ্দিন আমির, টিভি অভিনেতা মোঃ মাসুদ রানা, নাফিসা আক্তার সোনালী, চ্যানেল জিরো’র ক্যামেরাপার্সন মোঃ আল আমিন ও তরিক হোসেন বাপ্পী প্রমুখ।