চেয়ারম্যান মেম্বার না হলেও সামাজিক কাজ করা যায়: সেন্টু চেয়ারম্যান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল আলম সেন্টু বলেন, স্বেচ্ছায় রক্তদান এটাও একটা সামাজিক কাজ। এই রক্তদানের কারণে কারো জীবনও বাঁচাতে পারে। চেয়ারম্যান মেম্বার না হলেও সামাজিক কাজ করা যায়। এর উদাহরণ হলো রক্তদান সংগঠন ব্লাড স্কোয়াড। এই সংগঠনের মাধ্যমে যুবকরা সমাজ সেবা করতে পারবে।

৩০ ডিসেম্বর বুধবার বিকালে কুতুবপুর ইউনিয়ন ভূইগর এলাকায় রক্ত দান সংগঠন ব্লাড স্কোয়াড এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মাদবরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মো. মোস্তফা হোসেন চৌধুরী, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা সদস্য রাশিদা বেগম, বিশিষ্ট সমাজ থেকে মো. মিজান প্রমূখ।