বৃষ্টির শব্দ ——–সাবিনা হোসনেয়ারা

জীবন পথের বাঁকে দাঁড়িয়ে হঠাৎ —
বৃষ্টির শব্দ শুনি
এগিয়ে যাই জানালায়
কাঁচ সরিয়ে গ্রিলের বাইরে রাখি হাত,
বেশ কিছুক্ষণ —কই এক ফোঁটা বৃষ্টিও আমার হাত স্পর্শ করলো না—
ভালো করে পরখ করতে এবার
জানালা ছেড়ে বারান্দায় যাই–
ভালোভাবে চোখ মেলে দেখি
প্রসারিত করি দু’হাত–
না, একটুও বৃষ্টি নেই।

মনের জানালা খুলি এবার
হ্যা বৃষ্টি পড়ছে-মনের ডালপালা সব ভিজে একাকার
জোর-বাতাস, হঠাৎ ভীষন শব্দে ভেঙে পড়লো কোন ডাল।
ঝোড়ো বাতাস বইছে খুব জোরে
চারিদিকে ঘুটঘুটে অন্ধকার—
ঝুম বৃষ্টি পড়ছে–মাঝে মধ্যে
শিলা ও পড়ছে শব্দ করে,
অঝোর ধারায়– মুষলধারে আজ বৃষ্টি পড়ছে—বাইরে নয়
অন্তরের অতল তলে–বৃষ্টি পড়ছে, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি
ব্যাথার গাঢ় মেঘে ভারী হয়ে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে — বৃষ্টি পড়ছে।

সেই ছোট্ট বেলা আমায় ডাকছে
মনে কানামাছি -পুতুল খেলা আসছে,
আমের আঁটির ভেঁপু বাজছে–অন্তরের অতল তল ভাসছে,
মনটা আকুলিবিকুলি কাঁদছে,অঝোর ধারায় বৃষ্টি পড়ছে—
বৃষ্টি পড়ছে–বৃষ্টি পড়ছে।।