পৌরসভায় একযোগে ৬০ গ্রামে ২৭ হাজার ভোটারের ঘরে যাবে ডালিয়া লিয়াকতের মাস্ক

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ৯টি ওয়ার্ডের ৬০টি গ্রামের প্রায় ২৭ হাজার ভোটারের ঘরে ঘরে একযোগে যাবে করোনা প্রতিরোধে মাস্ক। সোনারগাঁও পৌর নাগরিক কমিটির উদ্যোগে নাগরিক কমিটির মেয়র প্রার্থী ডালিয়া লিয়াকতের পক্ষে প্রতিটা এলাকার প্রতিটা ভোটারের ঘরে ঘরে এসব মাস্ক বিতরণ করা হবে। একই সঙ্গে মেয়র প্রার্থী ডালিয়া লিয়াকতের পক্ষে তার উন্নয়ন পরিকল্পনার লিফলেট বিতরণও করা হবে। সেই সঙ্গে ডালিয়া লিয়াকতের জন্য দোয়া প্রার্থনা করা হবে।

মুলত করোনার দ্বিতীয় ধাপে পরিস্থিতি মোকাবেলায় ১২ ডিসেম্বর শনিবার সকাল ৮টায় প্রতিটা এলাকায় টিমওয়ার্কের মাধ্যমে ঘরে ঘরে এসব মাস্ক বিতরণ করবেন নাগরিক কমিটির লোকজন।

নাগরিক কমিটির সভাপতি বর্তমান পৌর মেয়র সাদেকুর রহমান ভূঁইয়া ও নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সাবেক মেয়র সাইদুর রহমান মোল্লার তত্ত্বাবধানে এই কর্মসূচি পালন করা হবে।

এদিকে জানাগেছে, আগামী নির্বাচনে পৌর নাগরিক কমিটির মেয়র প্রার্থী ডালিয়া লিয়াকতের পক্ষে ভোট প্রার্থনায় নেমেছেন বর্তমান মেয়র সাদেকুর রহমান ভূঁইয়া ও পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মোল্লা। বর্তমান মেয়র সাদেকুর রহমান ভুঁইয়া ইতিমধ্যে ডালিয়া লিয়াকতের পক্ষে পুরোদমে ভোট প্রার্থনায় নিয়মিত উঠান বৈঠক করে আসছেন।

গত ৮ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে পৌরসভার ৫নং ওয়ার্ডের নোয়াইল ও যোলপাড়া এলাকায় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক মেয়র সাইদুর রহমান মোল্লা। ওই সময় মেয়র প্রার্থী ডালিয়া লিয়াকতও উপস্থিত ছিলেন। ওই সময় সাইদুর রহমান মোল্লা পৌরবাসীর কাছে ডালিয়া লিয়াকতের ভোট প্রার্থনা করেন।

পৌর নাগরিক কমিটির মেয়র প্রার্থী ডালিয়া লিয়াকতের জয় নিশ্চিত করতে পুরোদমে নির্বাচনী প্রচার-প্রচারণা ও উঠান বৈঠক করে পৌরবাসীর কাছে ভোট প্রার্থনা করে আসছেন বর্তমান ও সাবেক মেয়রদ্বয়।