মহান বিজয় উপলক্ষ্যে সোনারগাঁয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ ও পুরস্কার বিতরণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক প্রীতি ক্রিকেট ম্যাচ ও পুুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁ আর্ট এন্ড ডিজিটাল সাইন, শাহনাজ ল্যান্ড মিডিয়া ও টপ-টেন ইউনিটের সৌজন্যে ৫ ডিসেম্বর শনিবার সকালে সোনারগাঁ শেখ রাসেল স্টেডিয়ামে এই প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রীতি ক্রিকেট ম্যাচে বঙ্গবন্ধু স্বাধীনবাংলা একাদশ ও সোনারগাঁ রেনেসা একাদশ দুটি দল অংশ নেয়। খেলায় বঙ্গবন্ধু স্বাধীনবাংলা একাদশ সোনারগাঁ রেনেসা একাদশকে ৫ উইকেটে হারিয়ে জয় লাভ করে।

সোনারগাঁ রেনেসা একাদশ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে। জবাবে বঙ্গবন্ধু স্বাধীনবাংলা একাদশ ব্যাট করতে নেমে ১২ ওভার ৪ বলে ১৬২ রান করে ৫ উইকেটে জয় তুলে নেয়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রাজিব। সেরা বোলার নির্বাচিত হন ফয়সাল সরদার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সোনারগাঁও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়জুল হাসান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বাবুল ওমর বাবু, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রোবায়েত হোসেন শান্ত, কলাপাতা ফুড লিমিডেটের পরিচালক মুকুল শিকদার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাসুম চৌধুরী, সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি ফজলে রাব্বী সোহেল, নির্বাহী সদস্য মনির হোসেন, সেফ গার্ডেন রেস্টুরেন্টের পরিচালক রফিকুল ইসলাম বিপ্লব, ব্যবসায়ী ইকবাল হোসেন, আফজাল হোসেন প্রমূখ।

খেলায় বঙ্গবন্ধু স্বাধীন বাংলা একাদশের পক্ষে ‘শিব্বির আহমেদ (সাব্বির), জহিরুল ইসলাম রাসেল, নাজমুল হাসান নাদিম, সোহাগ রনি, ফয়সাল সরদার, জুয়েল রানা, কাউসার আহমেদ রাজু, সোহাগ, আরিফুজ্জামান, নাঈম হাসান, মহসিন, গাজী হামিদুল, সৈকত, স্বপন, মাসুদ, সাব্বির আহমেদ রুবেল, সাইফুল ইসলাম।

সোনারগাঁ রেনেসা একাদশের পক্ষে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির গণ-যোগাযোগ উপ সম্পাদক মোহাম্মদ হোসাইন, রাজিব, রোবেল, হিরন, ফিরুজ, ফয়জুল হাসান বাবু, নুরে আলম, জুয়েল, শাহ জালাল, আল আমিন, জুয়েল অংশ গ্রহণ করেন।

এই প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজনে ছিলেন, সোনারগাঁও পৌরসভার ক্রিকেট প্রেমী বন্ধুমহলের শিব্বির আহমেদ সাব্বির, জহিরুল ইসলাম রাসেল, সাব্বির আহমেদ রুবেল, নাজমুল হাসান নাদিম, নাঈম হাসান ও মাসুদ প্রমূখ।